কিছু পুরোনো কথা

কিছু পুরোনো কথা হঠাৎ মনে পরে গেলো। শিলচর আসার পর আমি একাই থাকতাম ঘর ভাড়া করে। আমি একাই রান্না করতাম, বেশ ভালোই ছিলাম। মেডিসিন সেলস এ চাকরি করতাম। এখানে এসে আমি জয়েন করি ১৯শে মে ২০০৮ এ।

এখানে আসার পর আমার প্রথম দেখা হয় আমার কলিগ এর সাথে। ধীরে ধীরে আরো অনেকের সাথেই দেখা হয়। সবাই আমার সাথে বন্ধুত্ব করে, আমি ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। ওরা সবাই খুবই ভালো, এখনো আমার সাথে বন্ধুত্ব আছে, অবশ্য এখন কাজের তাড়নায় সবাই ব্যস্ত তাই ওদের সাথে দেখা সাখ্যাত হয় না।

আগের স্মৃতি গুলো মনে পরে, রোজ সন্ধ্যায় আমাদের আড্ডা বসতো তারাপুর লেভেল ক্রসিং এর পাশের কালী মন্দির এ। ওখানে গল্প, ক্যারামবোর্ড খেলা, লুডু খেলা আরো কতকিছুই হতো। সেই সময় এদিকে রেলওয়ের মিটারগজ লাইন ছিলো, আর এদিকে ট্রেন চলাচল কম ছিলো।

আমরা রেল লাইন এ বসে চাঁদনী রাত টাকে উপভোগ করতাম। সন্ধ্যা ৬:৩০মিনিট থেকে রাত্রি ১০:৩০মিনিট পর্যন্ত আড্ডা মেরে ঘরে ফিরতাম। সেই চলেযাওয়া দিন গুলি আর ফিরে আসবে না। অনেক সুন্দর দিন গুলি কাটিয়ে এসেছি।

Share via
Copy link